জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা


কালজয়ী মহাপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । ১৭ মার্চ সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আধুনিক মিলনায়তনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন,মধুখালী থানা ,উপজেলা আওয়ামীলীগ ,মহিলা আাওয়ামীলীগ, ছাত্রলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ফরিদপুর পল্লী বিদ্যুৎ মধুখালী জোনাল অফিস, সরকারী আইনউদ্দিনীন কলেজ ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে একটি র‌্যালী বেব হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহা সড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা আধুনিক মিলনায়তনে শেষ হয় । র‌্যালী পরবর্তী উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সবাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন সহ প্রমুখ। আলোচনা পরবর্তী উপজেলা আদিবাসি শিক্ষার্থীদের মাঝে ১০লক্ষ ৫৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি ও ২০টি বাইসাইলেক মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।