আবারো ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

রোববার থেকে চার পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারি এই সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যগুলো হচ্ছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ।
শনিবার টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ষষ্ঠ কিস্তিতে সারা দেশে ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। করোনাকালে মানুষের সহায়তায় ২৮ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। আর এই বিক্রি কার্যক্রম শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন চলমান থাকবে।
সূত্র জানায়, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকা করে সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পাশাপাশি প্রতি

কেজি মসুর ডাল ৫৬ টাকায় সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ চার কেজি করে কিনতে পারবেন।

কেজি মসুর ডাল ৫৬ টাকায় সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ চার কেজি করে কিনতে পারবেন।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।