
নিউজ ডেক্স
আরও খবর

বাবরের বদলে শাহিন আফ্রিদিকে নেতৃত্বে চান সাবেক কিংবদন্তি

রমিজকে খোঁচা ওয়াসিম আকরামের

আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক বাবর

পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের জামাই হলেন শাদাব খান

শোয়েব মালিকের দাপুটে ব্যাটিংয়ে বড় পুঁজি পেল চট্টগ্রাম

শাহিন আফ্রিদির ভূয়সী প্রশংসায় যা বললেন বাবর আজম

ক্রিকেট মাঠেই সানরাইজার্সের মালিককে বিয়ের প্রস্তাব!
আবার বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

আবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। না, এককভাবে নয়। যৌথভাবে ভারতের সঙ্গে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি ডটকমের খবরে জানা যায়, ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজকদের নাম চূড়ান্ত করা হয়।
আইসিসির চাহিদা অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে অন্তত ১০টি ভেন্যু থাকতে হয় কোনো আয়োজক দেশের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু। তাই এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের।
এদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। দীর্ঘ দিন পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে। ১৯৯৬ সালে সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তানে।
২০২৬

সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে। ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক দেশ ছিল বাংলাদেশ। এর পর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজন করেছিল বাংলাদেশ। উপমহাদেশে হওয়া ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের কোনওটিই এখন পর্যন্ত এককভাবে আয়োজিত হয়নি। ১৯৮৭ সালে বিশ্বকাপ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত, ১৯৯৬ বিশ্বকাপ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে আয়োজন করেছিল। আর ২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে

বাংলাদেশেও হয়েছে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ

সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে। ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক দেশ ছিল বাংলাদেশ। এর পর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজন করেছিল বাংলাদেশ। উপমহাদেশে হওয়া ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের কোনওটিই এখন পর্যন্ত এককভাবে আয়োজিত হয়নি। ১৯৮৭ সালে বিশ্বকাপ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত, ১৯৯৬ বিশ্বকাপ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে আয়োজন করেছিল। আর ২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে

বাংলাদেশেও হয়েছে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।