
নিউজ ডেক্স
আরও খবর

স্বাস্থ্য খাতের দুর্নীতি সহনীয় পর্যায়ে না আনলে দেশ টিকবে না: হাইকোর্ট

অভিভাবক হিসেবে মায়ের নাম লেখা যাবে: হাইকোর্ট

কমলাপুরের কুলিরাও এ ধরনের ভাষা ব্যবহার করে না: হাইকোর্ট

আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্ট

আদালত থেকে জঙ্গি ছিনতাই: পাঁচ পুলিশ বরখাস্ত

কাবিননামায় কুমারী শব্দ সংবিধান পরিপন্থি: হাইকোর্ট
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট

পুনঃতফসিল না দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন।
রিটে গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ ও এর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারো তফসিল ঘোষণা করতে হবে। অথচ এখানে পুনরায় তফসিল ঘোষণা না

করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যা সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২-এর লঙ্ঘন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। উল্লেখ্য, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করে।

করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যা সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২-এর লঙ্ঘন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। উল্লেখ্য, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।