চোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু


চোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত। এরআগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইছহাক (৪৫) চন্দনাইশ উপজেলার পূর্ব ধোপাছড়ি এলাকার বদিউর রহমানের ছেলে।জানা গেছে, রাতে মধ্যম কাঞ্চনার ঘোষঘাটা এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত ঘরের ভেতরে পরিবারের অন্য সদস্যদের ঘুমে রেখে বাইরে তালা দিয়েএকটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যান। রাত আড়াইটার দিকে ফিরে এসে বাড়ির দরজা খোলা দেখে তাদের ডাকাডাকি করেন প্রদীপ দত্ত। এ সময় ডাকাডাকিতে ঘরের ভেতরে থাকা তার ছেলে শিমুল দত্ত উঠে গেলে পেছন থেকে তাকে ও তার ছেলেকে আঘাত করে পালানোর চেষ্টা করে চোরের দল। এ সময় চোরের দলের দুজন পালিয়ে গেলেও একজনকে আটকে ফেলেন তারা। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই চোরকে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে গণপিটুনি দেন। ভোরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই চোরকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, ঘটনাস্থল থেকে শাবলসহ চুরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একটি চুরি ও একটি হত্যা মামলা দায়ের করা হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।