নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বোড়াগাড়ী-গোমনাতী সড়কের সাইনবোর্ড নামক এলাকায় সড়কের উপর অবস্থিত ঝুকিপূর্ন বেইলী ব্রীজের উপর দিয়ে একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে ট্রাকটি আটকে যায়। গত ২৭ ফেব্রুয়ারী রাতে সড়ক বিভাগের সর্তক বিজ্ঞপ্তির সাইনবোড উপেক্ষা করে সিমেন্ট বোঝাই একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৮৭১) বেইলী ব্রীজটি অতিক্রমের সময় ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি আটকে যায়। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় গত তিনদিন ধরে চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানায়, ওই ট্রাকটি ঢাকা হতে প গড় যাচ্ছিল। চালক ভুল করে ওই সড়কে যাওয়ায় অতিরিক্ত ভারে ব্রীজটি ট্রাকসহ ভেঙ্গে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে
সিমেন্টের বস্তাগুলো নিয়ে যাওয়া হলেও এখনো ট্রাকটি ব্রীজের উপর পড়ে রয়েছে। এতে চলাচলে সমস্যায় পড়েছে এলাকাবাসী। বামুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান,ব্রীজটি ভেঙ্গে যাওয়ার বিষয়ে সড়ক বিভাগে জানানো হয়েছে। তারা এ যাবত কোন পদক্ষেপ নেননি।