
নিউজ ডেক্স
আরও খবর

‘কীর্তিনাশার বুকে অমর কীর্তি’

দুর্ভোগবিনাশী পদ্মা সেতু ও কিছু দৃশ্য, কিছু পেশা

দক্ষিণাঞ্চলে বইছে নব জাগরণের ঢেউ

পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিন কমছে লঞ্চের যাত্রী, বাড়ছে বাস ও ট্রিপ

পদ্মা সেতু: ৩৫ বছরে সরকারের দেওয়া অর্থ পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ

পদ্মা সেতুতে চলাচল নিয়ে সতর্ক করে যা বলল সেনাবাহিনী

পদ্মা সেতু দিয়ে ৩ ঘণ্টায় বরিশাল ৫ ঘণ্টায় কুয়াকাটা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে কোরীয় প্রতিষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) টোল আদায়ের জন্য কোরিয়ান প্রতিষ্ঠান 'কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে' পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
প্রতিষ্ঠানটি টোল আদায়ের পাশাপাশি এই এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্থাপনের কাজও করবে। এ জন্য প্রতিষ্ঠানটিকে পাঁচ বছরে ৭১৭ কোটি টাকা দিতে হবে।
বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
সরাসরি ক্রয় পদ্ধতিতে সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠানটিকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত

সচিব জিল্লুর রহমান চৌধুরী। তিনি জানান, ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১১টি প্রস্তাব বিভিন্ন প্রকল্পের ভেরিয়েশন বাবদ বা বিভিন্ন কারণে খরচ বৃদ্ধির অনুমোদন। আর চারটি প্রকল্পের কেনাকাটার অনুমোদন দেওয়া হয়েছে। এই ১৫টি প্রস্তাবে মোট ৬ হাজার ৭৫১ কোটি টাকা জড়িত। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে এক হাজার ১২৯ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে আসবে ৫ হাজার ৬২২ কোটি টাকা। এ ছাড়া অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কপবাজার জেলা বাদে সারাদেশে যক্ষ্ণা রোগের বিনামূল্যে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য তিন ধরনের ওষুধ কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একমাত্র দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই হেলথ কেয়ার

লিমিটেড থেকে এসব ওষুধ কেনা হবে।

সচিব জিল্লুর রহমান চৌধুরী। তিনি জানান, ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১১টি প্রস্তাব বিভিন্ন প্রকল্পের ভেরিয়েশন বাবদ বা বিভিন্ন কারণে খরচ বৃদ্ধির অনুমোদন। আর চারটি প্রকল্পের কেনাকাটার অনুমোদন দেওয়া হয়েছে। এই ১৫টি প্রস্তাবে মোট ৬ হাজার ৭৫১ কোটি টাকা জড়িত। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে এক হাজার ১২৯ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে আসবে ৫ হাজার ৬২২ কোটি টাকা। এ ছাড়া অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কপবাজার জেলা বাদে সারাদেশে যক্ষ্ণা রোগের বিনামূল্যে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য তিন ধরনের ওষুধ কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একমাত্র দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই হেলথ কেয়ার

লিমিটেড থেকে এসব ওষুধ কেনা হবে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।