ফুল পাখিদের গানে গানে
আসুক নতুন বছর।
বিষের জ্বালা বিশেই যাক
কাটুক সুখের প্রহর।
মরণ রোগ আর হাহাকারে
কাটলো সারা বছর।
হাঁচি-কাশি জ্বরের জ্বালায়
কাপঁলো গোটা শহর।
ছেলে নেয় নি বাবার লাশ
বউ চিনেনি স্বামী,
মরণব্যাধির কেমন দহন
জানে অন্তর্যামী।
আপন সকল পর হয়েছে
বন্ধ করেছে দোর,
ভালোবাসার টানে আবার
আসুক নতুন ভোর।
লেখক –
বনশ্রী বড়ুয়া।
চট্টগ্রাম , বাংলাদেশ।
ফুল পাখিদের গানে গানে
আসুক নতুন বছর।
বিষের জ্বালা বিশেই যাক
কাটুক সুখের প্রহর।
মরণ রোগ আর হাহাকারে
কাটলো সারা বছর।
হাঁচি-কাশি জ্বরের জ্বালায়
কাপঁলো গোটা শহর।
ছেলে নেয় নি বাবার লাশ
বউ চিনেনি স্বামী,
মরণব্যাধির কেমন দহন
জানে অন্তর্যামী।
আপন সকল পর হয়েছে
বন্ধ করেছে দোর,
ভালোবাসার টানে আবার
আসুক নতুন ভোর।
লেখক –
বনশ্রী বড়ুয়া।
চট্টগ্রাম , বাংলাদেশ।
ফুল পাখিদের গানে গানে
আসুক নতুন বছর।
বিষের জ্বালা বিশেই যাক
কাটুক সুখের প্রহর।
মরণ রোগ আর হাহাকারে
কাটলো সারা বছর।
হাঁচি-কাশি জ্বরের জ্বালায়
কাপঁলো গোটা শহর।
ছেলে নেয় নি বাবার লাশ
বউ চিনেনি স্বামী,
মরণব্যাধির কেমন দহন
জানে অন্তর্যামী।
আপন সকল পর হয়েছে
বন্ধ করেছে দোর,
ভালোবাসার টানে আবার
আসুক নতুন ভোর।
লেখক –
বনশ্রী বড়ুয়া।
চট্টগ্রাম , বাংলাদেশ।
ফুল পাখিদের গানে গানে
আসুক নতুন বছর।
বিষের জ্বালা বিশেই যাক
কাটুক সুখের প্রহর।
মরণ রোগ আর হাহাকারে
কাটলো সারা বছর।
হাঁচি-কাশি জ্বরের জ্বালায়
কাপঁলো গোটা শহর।
ছেলে নেয় নি বাবার লাশ
বউ চিনেনি স্বামী,
মরণব্যাধির কেমন দহন
জানে অন্তর্যামী।
আপন সকল পর হয়েছে
বন্ধ করেছে দোর,
ভালোবাসার টানে আবার
আসুক নতুন ভোর।
লেখক –
বনশ্রী বড়ুয়া।
চট্টগ্রাম , বাংলাদেশ।
নতুন প্রভাত ।। বনশ্রী বড়ুয়া
ফুল পাখিদের গানে গানে
আসুক নতুন বছর।
বিষের জ্বালা বিশেই যাক
কাটুক সুখের প্রহর।
মরণ রোগ আর হাহাকারে
কাটলো সারা বছর।
হাঁচি-কাশি জ্বরের জ্বালায়
কাপঁলো গোটা শহর।
ছেলে নেয় নি বাবার লাশ
বউ চিনেনি স্বামী,
মরণব্যাধির কেমন দহন
জানে অন্তর্যামী।
আপন সকল পর হয়েছে
বন্ধ করেছে দোর,
ভালোবাসার টানে আবার
আসুক নতুন ভোর।
লেখক -
বনশ্রী বড়ুয়া।
চট্টগ্রাম , বাংলাদেশ।
No Comments