কিচিরমিচির পাখি ডাকে
গাছের ডালে বসে,
ভোরের সুবাস মিষ্টি বাতাস
মন ছুঁয়ে যায় এসে।
গাছের পাতায় শিশির কণা
আলতো আবরণ,
ঋতু বৈচিত্র্যে দোলে যায় বাংলা
স্নিগ্ধ শিহরণ।
বিলেঝিলে ফোটে শাপলা ও শালুক
লোভনীয় বাংলার রূপ
পাহাড়, সাগর নদীমাতৃক বাংলা
রূপে অপরূপ।
রাতের আকাশ তারার মেলা
রূপে ভরপুর
সূর্যে রশ্মি আর মিষ্টি চাঁদের আলোয়
রাত, সকাল, বিকেল ও দুপুর।
কবি ও লেখক পরিচয়-
শিরিন আফরোজ।
লেখিকা।
চট্টগ্রাম, বাংলাদেশ।