
নিউজ ডেক্স
বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক প্রভাব, স্বীকার করলেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি স্বীকার করে নিয়েছেন যে, বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক প্রভাব। এর কারণও নির্ণয় করেছেন তিনি।
বুম বুম আফ্রিদির মতে, দেশটিতে ক্রিকেটের বড় বাজার রয়েছে। বহুলোক ক্রিকেটসংশ্লিষ্ট পেশায় জড়িত। এ কারণেই ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার স্থানীয় গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ভারত আড়াই মাসব্যাপী আইপিএল চালানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে।
আফ্রিদি বলেন, ভারতে বিস্তৃত ক্রিকেট বাজার ও অর্থনীতির কারণেই এমনটি করতে পেরেছে।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।