
নিউজ ডেক্স
ভক্তদের সফলতার সূত্র শেখালেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সিনেমা, নাটক, উপস্থাপনা, বিজ্ঞাপনসহ সব সেক্টরে নিজের পারদর্শিতা দেখিয়েছেন। সুনিপুণ অভিনয় গুণে তিনি ভক্তশ্রেণি তৈরি করেছেন।
সেই নব্বইয়ের দশকের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত ভক্তদের মাঝে সমান মুগ্ধতা ছড়াচ্ছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তার সবর উপস্থিতি। টিকটকেও এই নায়িকা দারুণ জনপ্রিয়।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় এই অভিনেত্রী ভক্তদের শেখালেন সফলতার সূত্র।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার দুটি ছবি শেয়ার করেন পূর্ণিমা। ক্যাপশনে ইংরেজি উদ্ধৃতি লিখেছেন, ‘সাকসেস অল ডিপেন্ডস অন দ্য সেকেন্ড লেটার।’ অর্থাৎ প্রথমবার ব্যর্থ হলেও পরের বার সফলতা আসতে পারে।
এদিকে, পূর্ণিমার এই পোস্ট তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। পোস্টটিতে প্রতিক্রিয়া

জানিয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। নানা মন্তব্যও করেছেন তার ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, `চিরনতুন, চিরতরুণ, চিরসবুজ, আমাদের পূর্ণিমা। সবসময় সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ভালোবাসা নেবেন। আরেকজন লিখেছেন, ‘অভিনয়, গায়িকা। সব গুণে পূর্ণিমা।’

জানিয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। নানা মন্তব্যও করেছেন তার ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, `চিরনতুন, চিরতরুণ, চিরসবুজ, আমাদের পূর্ণিমা। সবসময় সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ভালোবাসা নেবেন। আরেকজন লিখেছেন, ‘অভিনয়, গায়িকা। সব গুণে পূর্ণিমা।’
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।