মেহেরপুরের গাংনী থানা পুলিশের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বর থেকে অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে অফিসার ইনচার্জ বজলুর রহমানের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষ কম্বল পেয়ে গাংনী অফিসার ইনচার্জ বজলুর রহমানসহ পুলিশ সদস্যদেরকে দোয়া করেন। এসময় ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, রবিউল ইসলাম, প্রহলাদ, জহির রায়হান, মোস্তফা গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেসবুকে দৈনিক ডোনেট বাংলাদেশ
আরও পড়ুন