
নিউজ ডেক্স
আরও খবর

শরীয়তপুরে সিন্ডিকেটের দখলে পরিবহণ খাত

এবার রেল সেতুর স্লিপার ক্লিপে লোহার নাট-বল্টুর বদলে বাঁশ

অধ্যক্ষের গলায় জুতার মালা: ৯ দিন পর মামলা, গ্রেফতার ৩

নাট-বল্টু খোলা সেই বায়েজিদের বাড়িতে হামলা

টেলিটক এমডি সাহাবুদ্দিনের লাগামহীন দুর্নীতি

শ্রেণিকক্ষে উকুন তুলে নিচ্ছেন প্রধান শিক্ষিকা, ক্লাসের সময় ঘুমান

কিশোরীকে মেরে মাটিতে পুঁতে রাখেন সৎবাবা
রাতে ঢাবি ক্লাবে রিজভী, শিক্ষককে শোকজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অবস্থান করেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ক্লাবের সভাপতি ওবায়দুল ইসলামের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় অধ্যাপক ওবায়দুলকে শোকজ (কারণ দর্শাও) করেছে ক্লাব কর্তৃপক্ষ এবং ঘটনা অনুসন্ধানে কমিটিও করা হয়েছে।
বুধবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান ক্লাবের সাধারণ সম্পাদক ও নীল দলের সিনেট সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন রিজভী। এ সময় রিজভীর সঙ্গে তাঁর স্ত্রী এবং কয়েকজন বন্ধুও ছিলেন।
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, আমার আমন্ত্রণে রিজভীসহ কিছু অতিথি এসেছিলেন।

কেউ গোপন বৈঠক করতে কি ক্লাবে আসবে? কোনো বৈঠক করা হয়নি। সাধারণ আড্ডা হয়েছে। মূলত হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কেউ গোপন বৈঠক করতে কি ক্লাবে আসবে? কোনো বৈঠক করা হয়নি। সাধারণ আড্ডা হয়েছে। মূলত হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।