শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু, গুরুত্ব আহত দুজন


শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু, গুরুত্ব আহত দুজন
বৃহস্পতি বার ২৭ এপ্রিল দুপুর ২ঃ০০ টার সময় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন মাস্তান বাজার এলাকায় ঘটনা টি ঘটে। মৃত্যু ব্যাক্তি হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১২) বছর। (কাসাট) শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সাহিন আলী (২০) বছর। এছাড়াও আহতরা হলেন (কাসাট) শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের কাসেম আলীর ছেলে সারোয়ার হোসেন (১৫) বছর। লছমান পুর গ্রামের রোজবুল হকের ছেলে নয়ন আলী (১৩) বছর। স্হানীয়রা জানিয়েছেন (কাসাট) শ্যামপুর ইউনিয়ন রাস্তা দিয়ে ভ্যান যোগে বাড়ী ফিরছিলেন ঐসময় বজ্রপাতে অসিম আলী ও সাহিন আলী মৃত্যু বরন করেন। সারোয়ার হোসেন ও নয়ন আলী আহত হয়েছে। আহতদের রাজশাহীর মেডিকেল কলেজের হাসপাতালে (রামকে) ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান আমবাগান থেকে ফিরার পথে বজ্রপাতে দুইজন ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।