বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের(২য় পর্যায়) আওতায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ শিরিন শিলার স ালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসিসি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, সহকারী প্রধান শিক্ষক রেহানা আরজু । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য সেবা
সহকারী বিউটি রানী মন্ডল, মাইমুনাতুস সাদিয়া, শেখ আলি আজগর রুবেল প্রমুখ।
সভায় বাল্য বিবাহ , স্বাস্থ্যগত সেবা, আইনগত সমস্যা ও সমাধানের উপায়,ই-লার্নিং সহ সরকারের বিভিন্ন সেবা সমূহের তথ্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।