শ্রীনগরে ইজিবাইকের চাকার সাথে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া ইউনিয়নের নন্দিপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ডালিয়া বেগম উপজেলার পাটাভোগ এলাকার দেলোয়ার হোসেনের কন্যা ও একই উপজেলার তন্তর এলাকার সোন্ধারদিয়া গ্রামের জালাল খানের স্ত্রী। সে ২ সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, ডালিয়া বেগম পাটাভোগ গ্রামে তার বাবার বাড়ি থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে করে সোন্ধারদিয়া তার স্বামীর বাড়িতে যাচ্ছিল। চলতি পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনা স্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অপর একটি সূত্র জানায়, ডালিয়া
বেগমের বোরকা পেঁচিয়ে সে অটো থেকে পরে গেলে একটি মোটরসাইকেল তার গলার উপর দিয়ে উঠিয়ে দেওয়ায় গলা থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এব্যাপরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ময়না তদন্তের জন্য রাজি না হওয়ায় পরিবারের আবেদনের পরিপেক্ষিতে গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।