
নিউজ ডেক্স
সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ। পিঠের ব্যথার কারণে ক্যারিবীয় সফর শেষ হয়ে গেল ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বীর।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন থেকেই পিঠের ব্যথা অনুভব করতে শুরু করেন ইয়াসির। প্রথম ইনিংসে ১১ রান করেই উঠে যান। এরপর আর মাঠে নামা হয়নি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। পিঠের ব্যথায় তার ওয়েস্ট ইন্ডিজ সিরিজই শেষ হয়ে গেল।
বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, এ রকম চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এ কারণে রাব্বী টেস্ট সিরিজ খেলতে পারছে না।
আগামী বৃহস্পতিবার অ্যান্টিগায় প্রথম

টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। পবিত্র হজ পালনের জন্য ছুটিতে থাকায় এ সফরে নেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। পবিত্র হজ পালনের জন্য ছুটিতে থাকায় এ সফরে নেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।