১৪ ঘণ্টার অস্ত্রোপচারে কেটে আনা হলো ১২ কেজি লিভার!

৫০ বছর বয়সি এক নারীর দেহে অস্ত্রোপচার করে ১২ কিলোগ্রাম ওজনের যকৃৎ বা লিভার কেটে বের করে আনলেন চিকিৎসকরা।
ভারতের হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়েছে। জটিল এ অস্ত্রোপচারে সময় লেগেছে টানা ১৪ ঘণ্টা। খবর আনন্দবাজার পত্রিকার।
রোগী পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা। ওই নারী অনেক দিন ধরেই যকৃতের নানা সমস্যায় ভুগছিলেন। তার যকৃতের ওজন বেড়ে যাচ্ছিল ক্রমশ।
একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না। সার্বিকভাবে তার দেহের ওজনও বেড়ে গিয়েছিল অনেকটা।
২০১৯ সাল থেকে ওজন বাড়তে শুরু করেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন রোগী।
চিকিৎসকরা তাকে যকৃৎ প্রতিস্থাপনের পরামর্শ দেন। হায়দরাবাদের ওই বেসরকারি

হাসপাতালে যেতে বলা হয় তাকে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, মহিলার যকৃতের ওজন অস্বাভাবিক বেড়ে গেছে। প্রায় ১২ কেজির যকৃৎ নিয়ে ঘুরছিলেন নারী, যা দেখে চিকিৎসকরাও বিস্মিত হন। চিকিৎসকরা দেখেন, নারীর পেটের অধিকাংশ জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে বিশাল সেই যকৃৎ। সাধারণত মানুষের যকৃতের ওজন হয় দেড় কিলোগ্রাম। নারীর যকৃতে সিস্ট তৈরি হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে যেতে বলা হয় তাকে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, মহিলার যকৃতের ওজন অস্বাভাবিক বেড়ে গেছে। প্রায় ১২ কেজির যকৃৎ নিয়ে ঘুরছিলেন নারী, যা দেখে চিকিৎসকরাও বিস্মিত হন। চিকিৎসকরা দেখেন, নারীর পেটের অধিকাংশ জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে বিশাল সেই যকৃৎ। সাধারণত মানুষের যকৃতের ওজন হয় দেড় কিলোগ্রাম। নারীর যকৃতে সিস্ট তৈরি হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।