খোকসায় ডাকাতির ১২ ঘণ্টার মধ্য ২ ডাকাত সদস্য গ্রেফতার।
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসা পৌর ভূমি অফিস এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে (১৮ জুন) রোববার ভোররাতে ডাকাতরা তাণ্ডব চালায়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙে সাত ভরি সোনা, নগদ আড়াই লক্ষ টাকা, মোবাইল সেট ও ল্যাপটপ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।
ওই ডাকাতি মিশনে জড়িত থাকা সন্দেহে ১২ ঘন্টার মধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন - পাতিলডাঙ্গী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ সোহাগ শেখ (২০) ও ওসমানপুর গ্রামের মোঃ আসলাম এর ছেলে সুমন (২৯)।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ডাকাতেরা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ১২ ঘন্টার মধ্যে দুই ডাকাতকে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।এঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং-০৬।এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাত সদস্যদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।