জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মা. মোবারক হোসাইনের উদ্যোগে সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প।


জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মা. মোবারক হোসাইনের উদ্যোগে সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিন ব্যপী উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এমপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মাও মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারী আমিনুল ইসলাম, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এড. মনিরুজ্জামান। সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর এনাম খান, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমীফ শাহজাহান ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন, পাকশিমুল ইউনিয়ন জামায়াতের সভাপতি আতা উল্লাহ বুখারী, ডা:সানা উল্লাহ, মাও. মোহাম্মদ আলী, মাও. নুরুল আমীন, মাও. ফজলুর রহমান ও মাও.খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সকাল ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা চলে। শিশু, সার্জারী, অর্থপেডিক্স, চর্ম ও যৌন, গাইনি, মেডিসিন, ডেন্টাল, ব্লাড গ্রোপিং,ডায়োবেটিক্স ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তিন হাজার মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।