ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৩ জন হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ ডেক্স
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৩ জন । এদের মধ্যে ঢাকায় ২৬০ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৫৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৯১৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৪৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ২৩১ জন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৬৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাসস
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।