পহেলা বৈশাখ পালনে কেন্দুয়া উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় পহেলা বৈশাখে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখ পালন উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের পরিচালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম। আলোচনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,শিক্ষক মুখলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে বাঙালীর হাজার বছরের ঐতিহ্য সুন্দর ও সুষ্ঠুভাবে পালন উপলক্ষে বক্তারা আলোচনা করেন। আলোচনা সভা শেষে, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, নববর্ষকে বরণ উপলক্ষে আলোচনা সভা, জাতীয় সংগীতের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজনে উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ মিলেই সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি আরো জানান, ১৪ এপ্রিল ১লা বৈশাখ নববর্ষকে বরণ উপলক্ষে সকাল ৯টায় পহেলা বৈশাখের শুভসূচনায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গান গেয়ে উপজেলা পরিষদ চত্তর হতে মঙ্গল শুভযাত্রা বের করে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।