মাগুরা জেলায় “অভিশপ্ত আগস্ট” নাটকের ১৪৫ তম মঞ্চায়ন


অদ্য ০১/০৫/২০২৪ সন্ধায় মাগুরা জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ থিয়েটারের দেশব্যাপী সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’-এর ১৪৫ তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলার নোমানী ময়দানে অবস্থিত আসাদুজ্জামান মিলনায়তনে আয়োজক কমিটির আমন্ত্রণে এবং মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মহোদয়ের সহযোগিতায় নাটকটির মঞ্চায়ন করা হয়। বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস ও গবেষণালব্ধ সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’ পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মহোদয় অন্যান্য অতিথিদের সাথে নাটকটি উপভোগ করেন। নাটকটি মঞ্চায়নের সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, জনসাধারণ ও পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার ৬০০ এর অধিক দর্শকের উপস্থিতিতে পুরো মিলনায়তন কানায় কানায় পূর্ণ ছিল। উপস্থিত দর্শকের মধ্যে কিছু দর্শক দাঁড়িয়ে নাটকটি উপভোগ করেন এবং স্থান সংকুলান না হওয়ায় কিছু দর্শক মিলনায়তনের বাহিরে অবস্থান করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে এসময় মঞ্চে বসে নাটকটি উপভোগ করেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক, মাগুরা; জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা; জনাব এস এম মোবাশ্বের হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।