মানুষ যেভাবে কথা বলতেছে : রাজ


চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করার পর থেকে আলোচনায় আসেন অভিনেতা শরিফুল রাজ। এরপর থেকে তিনি সিনেমাও সফলতা পাচ্ছে ধারাবাহিকভাবে। তবে ইতোমধ্যে পরির সঙ্গে তার কয়েকবার ঝামেলা হয়েছে। সে সব পুরোনো কথা। তবে এবার এক সঙ্গে তিন নাযিকার সঙ্গে তার কিছু ভিডিও ফাঁস হয়েছে যা নিয়ে তিনি নিজেও বিব্রত। তিনি বলছেন সেই তিন নায়িকা তার খুব ঘনিষ্ট বন্ধু। এদিকে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম সরগরম। এরইমধ্যে বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। তিশা ও তুষির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছিল বলে যে খবর বেরিয়েছে তা তিনি অস্বিকার করেছেন। দিনভর নীরবতা পালনের পর গতকাল সন্ধ্যায় মুখ খুললেন রাজ। জানালেন, তার আইডি হ্যাক হয়নি। তার আগের মোবাইলও হারিয়ে গেছে। তবে কি হচ্ছে এসব তিনি বুঝতে পারছেন না। পোষ্টের শুরুতেই আইডি হ্যাক হয়নি উল্লেখ করে রাজ বলেন, ‘কই না তো। আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কীভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।’ নিজের ফেসবুক থেকে রাজ কিছু প্রকাশ করেননি। এ দাবি করে অভিনেতা বলেন, ‘এটাও আমি জানি না। আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’ এ সময় সুনেরাহ ও তিশাকে ভালো বন্ধু উল্লেখ করে তিনি বলেন, ‘সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।’ ভিডিওগুলো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ঢাকার রাস্তায় র‌্যান্ডমলি করা। হ্যাংআউট করি না। আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।’