যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে!
অনলাইন নিউজ ডেক্স

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটসে এবার থেকে প্রশ্ন করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি প্রকাশিত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড আপডেটে (২.২৫.২১.৮) নতুন এই ফিচারটির দেখা মিলেছে। ব্যবহারকারীদের মাঝে এনগেজমেন্ট ও যোগাযোগ বাড়াতে অনুরুপ একটি ফিচার ইনস্টাগ্রাম স্টোরিজে আরও আগেই নিয়ে এসেছে মেটা, এবার পালা হোয়াটসঅ্যাপের।গুগল প্লে বেটা প্রোগ্রামের অধীনে হোয়াটসঅ্যাপ গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) নতুন একটি অ্যান্ড্রয়েড আপডেট প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ বেটা’র নতুন এই আপডেটেই এসেছে অ্যাপটির স্ট্যাটাস আপডেটসে খোলা (ওপেন-এন্ডেড) প্রশ্ন করার সুযোগ।কী আছে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারে?
নতুন এই ফিচারের কল্যাণে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ আপডেটসে যুক্ত হতে যাচ্ছে প্রশ্ন করার একটি বক্স (কোয়েশ্চেন বক্স)। এই বক্সে প্রতি স্ট্যাটাসে একটি করে প্রশ্ন করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। একাধিক প্রশ্ন করতে চাইলে দিতে হবে একাধিক স্ট্যাটাস আপডেটস।ব্যবহারকারীর শেয়ার করা প্রশ্নের প্রত্যুত্তরে দর্শকরা (ভিউয়ার্স) সরাসরি ইনটারফেস থেকেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। দর্শকদের পোস্ট করা প্রতিক্রিয়াগুলো (রেসপন্স) আলাদা একটি সেকশনে জমা থাকবে যেগুলো কেবলমাত্র প্রশ্নকর্তাই দেখতে পাবেন, অন্যরা নয়। সেখানে প্রশ্নের উত্তর বা প্রতিক্রিয়ার পাশাপাশি কারা সেগুলো পাঠিয়েছেন তা-ও দেখতে পাবেন তিনি। ফলে খুব সহজেই উত্তরগুলো রিভিউ ও ম্যানেজ করা সম্ভব হবে।তবে মূল ব্যবহারকারী বা প্রশ্নকর্তা যদি কোনো একটি উত্তর বা প্রতিক্রিয়াকে স্ট্যাটাস আপডেটসের মাধ্যমে পুনরায় শেয়ার (রিশেয়ার) করেন তাহলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া প্রদানকারী ব্যক্তি বা উত্তরদাতার পরিচয় গোপন রাখবে।কীভাবে কাজ করবে প্রশ্ন করার ফিচারটি?
ফিচারটি অ্যাক্সেস করার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে স্ট্যাটাস ট্যাবে গিয়ে নতুন একটি স্ট্যাটাস আপডেট দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর কোয়েশ্চেন স্টিকার অপশনটিতে ট্যাপ করে সেখানে একটি ওপেন-এন্ডেড বা খোলা প্রশ্ন যুক্ত করে দিতে হবে। অর্থাৎ, টেক্সট বক্সে একটি প্রশ্ন লিখে দিতে হবে। উল্লেখ্য, একটি স্ট্যাটাসে একটি মাত্র প্রশ্নই যুক্ত করা যাবে।এবারে কোয়েশ্চেন স্টিকার সমৃদ্ধ স্ট্যাটাসটি পোস্ট করতে হবে। পোস্ট করার পর এটি ব্যবহারকারীর কনটাক্টে থাকা ব্যক্তিদের নিকট দৃশ্যমান হবে এবং তারা চাইলে সেখানে প্রতিক্রিয়া জানাতে পারবেন।কনটাক্টে থাকা ব্যক্তিরা ব্যবহারকারীর স্ট্যাটাসে থাকা কোয়েশ্চেন স্টিকারে ট্যাপ করে সরাসরি তাদের উত্তর বা প্রতিক্রিয়া সাবমিট করতে পারবেন।উত্তরগুলো আলাদা একটি সেকশন বা বিভাগে জমা হবে যেটি কেবলমাত্র ব্যবহারকারী নিজেই দেখতে পাবেন। সেখানে কারা, কী প্রতিক্রিয়া জানিয়েছে তা সহজে পর্যালোচনার জন্য সুন্দরভাবে সাজানো থাকবে।ব্যবহারকারী যদি কোনো একটি উত্তর বা প্রতিক্রিয়াকে পুনরায় শেয়ার (রি-শেয়ার) করতে চান নতুন একটি স্ট্যাটাসের মাধ্যমে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে উত্তরদাতার পরিচয় সরিয়ে নেবে, যাতে করে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে।হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আসবে প্রশ্ন করার ফিচার
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অচিরেই দেখা যেতে পারে প্রশ্ন করার এই ফিচারটি। এর মাধ্যমে চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটররা অনুসারীদেরকে (ফলোয়ার) প্রশ্ন করতে পারবেন যেখানে উত্তরের অপশন সীমিত থাকবে না, যেমনটা প্রচলিত পোলে প্রশ্ন করার ক্ষেত্রে দেখা যায়।চ্যানেলের জন্য ফিচারটি তৈরি কাজ বর্তমানে চলমান আছে এবং আশা করা হচ্ছে অচিরেই এটি আলোর মুখ দেখবে। তবে কবে নাগাদ এই ফিচারটি রিলিজ করা হবে এ সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ।তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ বেটা ইনফো, গিজবট,
