হজের সফরে নামাজের বিধান


হজের সফরে কখন? কোথায়? কত রাকাত নামাজ পড়তে হয় ইত্যাদি নিয়ে অনেকে সংশয়ে পড়ে যান। এমনকি মিনা, মুজদালিফা ও আরাফাতের মাঠেও এ নিয়ে প্রশ্ন ওঠে। তাই আগে সফর সম্পর্কিত কিছু মাসআলা জানা দরকার- (ক) আটচল্লিশ (৪৮) মাইল দূরত্বগামী যাত্রীকে শরিয়তে মুসাফির বলা হয়। (খ) নিজের এলাকা অতিক্রম করা মাত্রই মুসাফির হয়ে যাবেন এবং মুসাফিরের বিধান মতো চলতে হবে। (গ) মুসাফির হয়ে কোথাও গিয়ে ১৫ দিন বা তার ঊর্ধ্বে অবস্থানের নিয়ত করলে ‘মুকিম’ হয়ে যাবেন, এর কমে মুকিম হবে না। (ঘ) অনুরূপ ভিন্ন ভিন্ন দুই স্থানে ১৫ দিন থাকার নিয়ত করলে মুকিম হবে না বরং মুসাফির থেকে যাবে। যেমন কেউ মক্কা মোকাররমায় ১০ দিন এবং মিনায় ৫ দিন থাকার নিয়ত করল, এতে সে মুকিম হবে না বরং মুসাফিরই থেকে যাবে। সুতরাং যে হাজিরা মক্কায় এমন সময় পৌঁছেন যে ৮ জিলহজ (হজের প্রথম দিন) পর্যন্ত ১৫ দিন হয় না, তারা যদি মক্কায় ১৫ দিন বা এর চেয়ে বেশি দিন একামাতের (অবস্থান) নিয়ত করেন তাহলে সে নিয়ত ছহিহ হবে না; বরং মুসাফিরই থেকে যাবেন, কারণ তারা ১৫ দিনের মধ্যে মিনা-আরাফাতে অবশ্যই যাবেন, যেতে হবে। তাই এ অবস্থায় তাদের মুকিম হওয়ার কোনো সুযোগ নেই। এমন ব্যক্তিদের মিনা, আরাফাত ও মুজদালিফায় কসর করতে হবে। কসরের মাসআলা মুসাফির সফর অবস্থায় কোনো মুকিম (স্থানীয়) ইমামের পেছনে নামাজের নিয়ত না করলে, তার জন্য চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত পড়া জরুরি। এটাকে কসরের নামাজ বলে। মুসাফির চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ একাকী পড়লে বা তার মতো মুসাফির ইমামের পেছনে আদায় করলে, নামাজ কসর করা জরুরি। এক্ষেত্রে পূর্ণ নামাজ পড়া ঠিক নয়। মুসাফির ব্যক্তি স্থানীয় ইমামের পেছনে ইকতিদা করলে সে ইমামের অনুসরণে পূর্ণ নামাজই আদায় করবে। (আল মাবসুত, সারাখসি ১/২৪৩)। আর মাগরিব, বিতর ও ফজরের নামাজ পূর্ণই আদায় করতে হবে। এগুলোর কসর নেই। তেমনিভাবে সুন্নত নামাজেরও কসর হয় না। তাই সুন্নত পড়লে পুরোটাই পড়বে। মরহুম শেখ গোলাম মুহীউদ্দীন (রহ.) রচিত কিতাবুল হজ অবলম্বনে

সর্বশেষ :

একুশে পদকপ্রাপ্ত জালাল উদ্দিন খাঁ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যাপী কেন্দুয়ায় জালাল মেলা   একুশে পদকপ্রাপ্ত জালাল উদ্দিন খাঁ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যাপী কেন্দুয়ায় জালাল মেলা কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে লেনিন দিবস ও খাপড়া ওয়ার্ড দিবস পালন   কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে লেনিন দিবস ও খাপড়া ওয়ার্ড দিবস পালন মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা এ্যাড.হালিমকে  বিজয়ী করার জন্য প্রতিজ্ঞা রদ্ধ   মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা এ্যাড.হালিমকে বিজয়ী করার জন্য প্রতিজ্ঞা রদ্ধ নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ বৈধ প্রার্থীর সংখ্যা ১২জন   নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ বৈধ প্রার্থীর সংখ্যা ১২জন চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায়: সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি   চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায়: সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি ইসরাইল-ইউক্রেনের সামরিক সহায়তা বিল মার্কিন সিনেটে পাস   ইসরাইল-ইউক্রেনের সামরিক সহায়তা বিল মার্কিন সিনেটে পাস সোনার দাম আরও কমল   সোনার দাম আরও কমল নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে প্রয়োজনে কাজ বন্ধ: মেয়র তাপস   নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে প্রয়োজনে কাজ বন্ধ: মেয়র তাপস