র্যাব -৫ অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহীতে চেক জালিয়াতি মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত ও ১০ লাখ টাকা দন্ডপ্রাপ্ত পলাতক আসামি এম এ তালেব মন্ডল (বাচ্চু) কে গ্রেপ্তার করেছে র্যাব -৫। বুধবার দূর্গাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব -৫।
আরও জানান, র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল বুধবার দূর্গাপুর বাজারে অভিযান পরিচালনা করে সি আর ৪৭০/১৯, এন আই এ্যাক্ট ১৩৮ ধারার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুঠিয়া থানার ধোপাপাড়া গ্রামের মৃত আবু বাক্কার সিদ্দিকের ছেলে এম এ তালেব মন্ডল (বাচ্চু) কে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ পুঠিয়া থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।