রাজশাহীতে পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন


বিএনপি-জামায়াতের অবরোধে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। সোমবার বেলা পৌনে ৩টার দিকে রাজশাহীর মোহনপুরে উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ের পাশে পেট্রোল বোমা মেরে ট্রাকটিদে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে ট্রাকের সামনের অংশ পড়ে গেছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, রাজশাহী থেকে মাছের খাবার নিয়ে একটি পন্যবাহী ট্রাক বাগমারা উদ্যেশে যাচ্ছিল। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার নন্দনহাট এলকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে এসে অবরোধ সমর্থকরা ট্রাকে হামলা করে। তারা ট্রাকে ভাংচুর করে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে চলে যায়। ওসি আরও বলেন, ট্রাকে তিনজন ছিলো। তারা সবাই ভয়ে দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। পরে স্থানীরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।