গজারিয়ায় মেঘনা নদীতে অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।আজ বুধবার দুপুর একটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযানে নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।অভিযানের সময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় মাছগুলো গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।এসময় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, কোস্ট গার্ড গজারিয়ায় স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।