মুন্সীগঞ্জে কমেছে পূজামন্ডব সংখ্যা ৩৩৭ মন্ডবে পুজা শুরু।


সনাতন ধমালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা আজ বুধবার (৯ সেপ্টেম্বর ) মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠিকতা শুরু হয়েছে। তবে রাতে মন্ডবে মন্ডবে অনুষ্ঠিত হবে মহষষ্ঠী পূজা।এ বছর মুন্সীগঞ্জে ৩৩৭ মন্ডবে অনুষ্ঠিত হচ্ছে দূর্গা পুজা। পূজা মন্ডপগুলোকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ৮৬টি মন্ডপকে অধিক গুরুত্বপর্ণ এবং ১৩০ টি মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। আর বাকি ১২১ টি মন্ডপকে সাধারণ হিসেবে দেখা হচ্ছে। জেলার সিরাজদিখান উপজেলায় সবচেয়ে বেশি ১১৬ মন্ডপে পূজা হচ্ছে। শ্রীনগর উপজেলায় পূজা হচ্ছে ৮৩ মন্ডপে, টঙ্গীবাড়ি উপজেলায় ৫৩ মন্ডপে, সদর উপজেলায় ৪২ মন্ডপে, লৌহজং উপজেলায় ৩৩ মন্ডপে এবং গজারিয়া উপজেলায় ১০ মন্ডপে পূজা হচ্ছে বলে প্রশাসন থেকে নিশ্চিত হওয়া গেছে।জেলা পুলিশের তথ্য মতে, গত বছর মুন্সীগঞ্জ জলায় ৩৫৬ মন্ডপে দর্গাপূজা হয়েছিল। তবে নানা কারণে এবার সর্বশেষ তথ্য অনযায়ী ১৯টি মন্ডপে পুজা হচ্ছে না। মঙ্গলবার বিভিন্ন মন্ডপের প্রতিমায় শিল্পীর সবশেষ তুলির আঁচর দিতে দেখা গেছে। এছাড়া সাজসজ্জা ঘিরেও ব্যস্ত সময় পার করছেন পুজারীরা।হিন্দু সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দর্গোৎসব ঘিরে এখন মুন্সীগঞ্জে সাজসাজ রব। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার হরপাড়া হরিসভা মন্ডপ, ভাগ্যকূল ঘোষবাড়ি মন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ প্রাঙ্গণসহ সংযোগ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পূজা মন্ডপ সংশ্লিষ্টরা। ওই সমস্ত মন্ডব শ্যালো ইঞ্জিন দিয়ে পানি নিস্কাশন করতে দেখা গেছে। এদিকে দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে নতুন পোশাক কেনার ধুম। অন্যান্য বছরের মতো জেলা শহরের মার্কেট গুলোতে দূর্গাপুজাকে ঘিরে কিছুটা কেনাকাটার ভিড় দেখা গেছে। এর আগে গত বুধবার ভোর সাড়ে ৫টায় মহালয়া হয়েছে।আজ বুধবার ষষ্টীপুজা, বৃহস্পতিবার সপ্তমী, শুক্রবার অষ্টমী, শনিবার নবমী ও একই তারিখে দশমী পুজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে দেবীর পূজানুষ্ঠান। প্রতিটি দিনেই দেব দেবীদের পুজার জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা। আগামী শনিবার বিজয়া দশমীর মধ্যে দিয়ে শারদীয় দর্গোৎসবের সমাপ্তি হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। স্থানীয় গ্রাম পুলিশসহ আনসার সদস্যসহ আইনশৃঙলা বাহিনীর সদস্যরা পুজা মন্ডবগুলোর সার্বিক নিরাপত্তায় নিয়জিত রয়েছে।শ্রীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত বলেন, নানা কারণে এবার তন্তর ও বাড়ৈখালীতে অস্থায়ী ২টি পুজা মন্ডপে পূজা হচ্ছে না। শারদীয় দূর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এরই মধ্যে সভা হয়েছে। পূজামন্ডপ সমূহের সার্বিক কার্যμম মনিটরিং কমিটির মতবিনিময় সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, সভা করে পুজার সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ছাড়াও পুজার প্রস্তুতি দেখতে সরেজমিনে বিভিন্ন মন্ডপে পুলিশ সুপারসহ পরিদর্শন করা হয়েছে।জেলা হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতিমূলক সভা করেছে। এ পর্যন্ত জেলায় দুর্গাপুজার মন্ডপে গুলোতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা মন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীসহ জেলা হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদ ও জেলা পূজা উৎযাপন পরিষদ ব্যপক প্রস্তুতি নিয়েছেন।