কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে লেনিন দিবস ও খাপড়া ওয়ার্ড দিবস পালন


আজ ২৪ এপ্রিল ১৯৫০ সালে রাজশাহী জেলে খাপড়া ওয়ার্ডে গনহত্যা সৃষ্টি করা হয়েছিল যা এই উপমহাদেশে প্রথম জেল হত্যাকাণ্ড হিসাবে বিবেচিত হয়। সেদিন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এদেশের শ্রমজীবী মানুষের শক্তি কমিউনিস্ট নেতৃত্ব জেলে বন্দিদের উপর জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন। খাপড়া ওয়ার্ডের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ২২ এপ্রিল ছিল বিশ্ব বিপ্লবের নেতা প্রথম সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫৪ তম জন্ম বার্ষিকী। মহামতি লেনিনের নেতৃত্বে ১৯১৭ সনে রুশ বিপ্লবের উত্থান ঘটে । ঐ দেশে শ্রমজীবী মেহনতী মানুষের প্রতিষ্ঠিত হয়; যা এখনো এখনো পৃথিবীতে আলোকবর্তিকা জালিয়ে রেখেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরনাও ছিল সমাজতন্ত্রের কথা থাকলেও তা এখনও কার্যকর নয়। সেই লড়াই অব্যাহত রাখতে হবে। শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ে এখনো লেনিনকে স্মরণ করতে হবে অনুশীলন করতে হবে।\" আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল। লেনিন দিবস ও খাপড়া ওয়ার্ড দিবসে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড এসরারুল হক। আলোচনায় অংশ নেন জেলা জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, যুবনেতা সজল পাল, যুবনেতা রাশেদ খান মেনন।