গজারিয়া উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মার্চ) ১২ টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানার করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।এ সময় ভাই ভাই ফল ভান্ডারে, ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ফল ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই বাজারে নিউ মুসলিম হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম জানান,পবিত্র রমজান উপলক্ষে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।আরও জানান, আজ অভিযান চলাকালীন সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কর হয়েছে। তিনি আরো জানান, কাঁচা বাজার, মুরগির দোকান ,মুদি দোকান গুলোতে ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুর হক, গজারিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফারহানা খান।গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান কারে সহায়তা করে।