মনোহরদীতে বিএজেএসএম মডেল কলেজে মেধাবৃত্তি পরীক্ষা দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রকাশিতঃ ডিসেম্বর ১৩, ২০২৫ | ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মনোহরদীর শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ব্রেইভ জুবিল্যান্ট স্কলার্স অব মনোহরদি মডেল কলেজে লাইলি সিরাজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। \"মেধা বিকাশে ক্ষুদ্র প্রচেষ্টা – Know Thyself\" এই স্লোগানকে মূলমন্ত্র ধরে আয়োজিত এই পরীক্ষায় গত ১২ ও ১৩ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে প্রথম দুটি ধাপ অনুষ্ঠিত হয়, যাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার চূড়ান্ত ধাপ আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এই আয়োজন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে এবং কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। আয়োজকরা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও নিয়মনীতি বজায় রেখেছেন, যা শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ ব্যবস্থাপনার উদাহরণ তৈরি করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন তৌফিক সুলতান স্যার ও প্রফেসর মঞ্জিল মোল্লা, যারা শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তৌফিক সুলতান স্যার উল্লেখ করেন যে, এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নৈতিকতা গঠনে সহায়ক ভূমিকা পালন করে এবং মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ত্ব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজ কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের শিক্ষাজীবনে নতুন প্রেরণা যোগায়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত বি.জে.এস.এম মডেল কলেজ গুণগত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে নিয়োজিত একটি প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুপরিচিত। শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে এবং মনোহরদী উপজেলার শিক্ষার মান উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কাজ করবে।