শ্রীনগরে ৭২ পিছ ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিতঃ জানুয়ারি ১১, ২০২৬ | ৮:০২ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রোকসানা বেগম (৪৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানার দক্ষিণ জশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে ওই নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার রোকসানা বেগম শ্রীনগর উপজেলার স্যামসুদ্দি এলাকার বাসিন্দা। তিনি মরহুম আলাউদ্দিনের স্ত্রী।র‌্যাব-১০-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তার কাছ থেকে আনুমানিক ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় এক হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, রোকসানা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার কৃত মাদক দ্রব্যসহ গ্রেফতার কৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।