টঙ্গীবাড়িতে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

প্রকাশিতঃ জানুয়ারি ১১, ২০২৬ | ৮:০৫ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায়, স্ত্রী ও দুই ছেলেসহ৫ জনকে কু*পি*য়ে জখম করার ঘটনা ঘটেছে।শনিবার (১০জানুয়ারী) দুপুর সারে ১২ টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, হানিফ ছৈয়াল (৭৫), তার স্ত্রী ফিরুজা খাতুন (৫০), শালিকা রোকেয়া বেগম (৪০), ছেলে মিজানুর রহমান (২৫) ও আলী ইমাম (১৫)। তাদের ডাক চিৎকারে এলাকা তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ভুক্তভোগী হানিফ ছৈয়াল জানান, শনিবার সকালে প্রতিপক্ষ সাগর ছৈয়ালের ছেলে সজিব ছৈয়াল (৩০), আশিক ছৈয়াল (২৫) আমাদের জমিতে লাগানো আম গাছ হিজল গাছ কাটতে আসলে আমরা বাধা দেই পরে তারা ওই সময় ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর আনুমানিক দুপুর সারে ১২ টার দিকে প্রতিপক্ষ সাগর ছৈয়ালের বড় ছেলে মাসুম ছৈয়াল ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে এসে দা দিয়ে আমাকে ও আমার দুই ছেলে কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের রক্ষা করতে আমার স্ত্রী ও আমার বাড়িতে বেড়াতে আসা আমার শালিকা এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে গুরুতর আহত করে। এবিষয়ে অভিযুক্ত মাসুম ছৈয়ালদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।