ভোক্তা অধিকারের অভিযানে লৌহজংয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিতঃ জানুয়ারি ২৬, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

​মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।​অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। ​অভিযান ও জরিমানার বিস্তারিত:​বাজার তদারকিকালে বিভিন্ন অনিয়মের দায়ে চারজন ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হয়।​মূল্য তালিকা না থাকা: মুরগির বিক্রয়মূল্য প্রদর্শন না করায় ‘চুন্নু মিয়া পোল্ট্রি’ দোকানের মালিক চুন্নু মিয়াকে ১,০০০ টাকা এবং একই অপরাধে ‘ভরসা পোল্ট্রি হাউজ’-এর মালিক মুজিবর রহমানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।​মেয়াদোত্তীর্ণ ওষুধ: ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন করার দায়ে ‘খায়রুল উম্মাহ মেডিকেল হল’-এর মালিক রফিকুল ইসলামকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।​পণ্যে তথ্য না থাকা: ঘি, রসমালাই ও দইয়ের পাত্রে উৎপাদন এবং মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় ‘নিউ মুসলিম সুইটস’-এর মালিক মো. সিদ্দিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল।