শ্রীনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্ত্র করে দোকানে ঢুকে ব্যবসায়ী ও কর্মচারীকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার আলামিন বাজারে এই ঘটনা ঘটে।শ্রীনগর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আলামিন বাজারের মাল্টিমিডিয়া ব্যবসায়ী আরিফ হোসেনের দোকানে একই এলাকার আমির হোসেন ফটোকপি করাতে আসেন। এসময় আমির হোসেনের ভাই আমজাদ হোসেনের কাছে পাচ হাজার টাকা পাওনা রয়েছে বলে অরিফ হোসেন জানান। এতে আমির হোসেন তেলে বেগুনে জ¦লে উঠে এবং মোবাইল ফোনে তার ভাই সহ কয়েকজনকে ডেকে আনে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আরিফ হোসেনের দোকানে ঢুকে তাকে ও দোকান কর্মচারী রাসেলকে বেদম মারধর করে। হামলাকারীরা দোকানের বিকাশের ক্যাশ থেকে নগদ সত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় আরিফ ও রাসেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনায় আরিফ হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।