রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বঙ্গবন্ধু উচ্চ ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিতঃ অগাস্ট ২৮, ২০২৩ | ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট (সোমবার) শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় রাজশাহীতে শাপলা কালচারাল স্কুল হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম), মোঃ নূর আলম সিদ্দিকী। এছাড়াও শাপলার প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, সহযোগী সংস্থার সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী তাদের বক্তব্যের মাঝে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পরে প্রধান অতিথি সংস্থার অফিস চত্তরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।