আলোচনার মধ্যেই হামলা রাশিয়া-ইউক্রেনের

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২৫ | ৯:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একদিকে জোরদার আলোচনা চলছে, অন্যদিকে দেশ দুটি পাল্টাপাল্টি হামলা বাড়াচ্ছে। সোমবার রাতভর হামলা চালিয়েছে তারা। এতে কিয়েভে ছয় ও রাশিয়ার রোস্তভে তিনজন প্রাণ হারিয়েছে। রুশ হামলার ভয়ে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। এ হামলা এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছে। মস্কোর সঙ্গে ২৮ দফা শান্তি পরিকল্পনা তৈরির পর তা নিয়ে রোববার জেনেভায় ইউক্রেনের সঙ্গে দেশটির ইউরোপীয় মিত্র ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হয়। সেখান থেকে আসা সংশোধিত ১৯ দফার শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওইদিন রাতেই আবুধাবিতে রুশ কর্মকর্তাদের নিয়ে বসেন মার্কিন কর্মকর্তারা। সোমবারও ওই বৈঠক অব্যাহত থাকে। এমন প্রেক্ষাপটে সর্বশেষ পাল্টাপাল্টি এ হামলা হলো। খবর রয়টার্স ও সিএনএনের। সোমবার রাতে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। রাতভর ড্রোন ও বিমান হামলায় মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভ। বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে আবাসিক অঞ্চলে। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। যদিও শহর কর্তৃপক্ষের দাবি, কিয়েভের চারপাশে তাদের বিমান প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সব ইউনিট সক্রিয় ছিল। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রুশ হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বস্ত ভবনের নিচে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শহরের বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। রাতভর রাশিয়ার আক্রমণের পর আতঙ্কে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এসব মেট্রো স্টেশনে তাঁবু টানিয়ে রাত কাটে শিশু, নারীসহ বহু মানুষের। অনেকে চেয়ারে বসে রাত পার করেছেন। হামলা চালিয়েছে কিয়েভও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর ২৫০-এর বেশি ড্রোন হামলা আটকে দিয়েছে। এদিকে, যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনায় সংশোধন করে ১৯ দফার একটি পরিকল্পনা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। তাদের অভিযোগ, আগের প্রস্তাবটিতে শুধু রাশিয়ার স্বার্থ বিবেচনা করা হয়েছিল, যা ইউক্রেনের জন্য আত্মসমর্পণের শামিল। সংশোধিত প্রস্তাবকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধে এখন পদক্ষেপগুলো বাস্তবসম্মত হয়েছে। জেলেনস্কি বলেন, সংশোধিত এ প্রস্তাব নিয়ে আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠক হচ্ছে। তবে রুশ প্রতিনিধিদলে কারা অংশ নিয়েছে, তা স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীর সচিব ড্যান ড্রিসকল জানান, এ বৈঠকের উদ্দেশ্য ভবিষ্যতে উচ্চস্তরের আলোচনার ভিত্তি তৈরি করা। এদিকে, শান্তি প্রস্তাবের সংবেদনশীল বিষয় নিয়ে চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন জেলেনস্কি। তবে এ ধরনের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন, ‘দুপক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মস্কোর বাসিন্দাদের মধ্যে। অনেকে আশার আলো না দেখলেও, কেউ কেউ বলছেন ট্রাম্পের প্রস্তাব আশাব্যঞ্জক।’ যত দিন গড়াচ্ছে ততই ইউক্রেনে বিভিন্ন অঞ্চল দখল করে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। এক দিনে জাপোরিঝিয়া অঞ্চলের জাতিশশিয়া বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। এ ছাড়া বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় ট্যাংক, সাঁজোয়া যান, কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম এবং তিন শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।