আজ ১৩ ডিসেম্বর ২০২৫, রোজ শনিবার সকাল ১০টায় অগ্রদূত ট্রেনিং সেন্টারে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির আ্যাম্বাসেডর এবং শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান এবং প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃরেজবিউল কবির।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সচেতনতা, জেন্ডার ভূমিকা ও চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর অনুশীলনে অংশ নেন।
সভা ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— বিএনপি নেতা আলতাফ হোসেন জোমাদ্দার, উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মোল্লা, জাতীয়তাবাদী মহিলা দলের সধারণ সম্পাদক আসমা আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা ওয়ায়দুল হক , ইসলামি আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা সাইফি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী মোঃ বদরুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক মোঃমহিদুল ইসলাম, ওয়েভ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শান্তি স্থাপন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে।” সভায় উপস্থিত সদস্যরা শরণখোলা উপজেলায় বিভিন্ন ধরনের পিস ইভেন্ট, আন্তঃধর্মীয় সংলাপ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।