মাদক মুক্ত ও আলোকিত সমাজ বিনির্মানে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নে ভবানী পর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার (১৭ডিসেম্বর)সকালে ভবানী পর গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন শাহাগোলা ইউনিয়ন বিএনপি র সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক)।
মোঃ তাজিম উদ্দিন রকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে শাহাগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআঃরশিদ,মোঃকালাম সরদার সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোঃ নজরুল ইসলাম (ইউপি সদস্য) , ভবানীপুর বাজার বণিক সমিতি সভাপতি মোঃ আরিফুজ্জামান লেবু,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন চান্দু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি র বক্তৃতায় মোঃরফিকুল ইসলাম বলেন, আমাদের উপস্থিতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নয়। আমারা উপস্থিত হয়েছি একটি মহান অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে। এই টুর্নামেন্টের মূল লক্ষ হলো মাদক মুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণ।
মাদকাসক্তি আমাদের সমাজের, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য এক মারাত্মক অভিশাপ। এটি কেবল একটি ব্যাক্তিকে নয়, একটি পরবার কে, একটি জাতিকে ধ্বংস করে দেয়। মাদক আমাদের সম্ভাবনাময় তরুণদের স্বপ্ন গুলোকে কেড়ে নেয়।
কিন্তু আমরা বিশ্বাস করি ক্রীড়া শক্তি মাদকের চেয়ে বেশি শক্তিশালী। ক্রীড়া তরুণদের মনে সাহস,শৃঙ্খলা, এবং ইতিবাচক সৃষ্টি করে।
এ-সময় বিশেষ অতিথি র বক্তৃতায় এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্যের, শৃঙ্খলাবোধের এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার এক অনন্য পাঠশালা। এই খেলার প্রতিটি রান আমাদের তরুণদের নিয়মানুবর্তীতা ও সময়জ্ঞান তাদের জীবন কে সুশৃঙ্খল করতে শেখাবে বলে উল্লেখ করেন । আমরা বিশ্বাস করি, খেলাধুলার এই আলোকরশ্মি তরুণদের মন থেকে মাদকের অন্ধকার কে দূর করবে। একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করবে।উদ্বোধনী খেলায়
ভবানী পুর এক্সপেস এবং ডারসান রািজিংস্টার ক্রিকেট টিম অংশ গ্রহন করে।