নওগাঁর আত্রাইয়ে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্র লীগ ঝটিকা মিছিল করে বান্দাইখাড়া বাইতুল্যা সেতু এলাকায়
মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ব্যানার নিয়ে মিছিলটিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
ব্যানারটির নিচে লেখা—‘বাংলাদেশ ছাত্রলীগ, বিজয় র্যালি। মিছিলে শেখ হাসিনার নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এতে এলাকাবাসীর মনে নানা রকম জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সংবাদমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ একটি মিছিল বের করে ছিল। আমরা মহান বিজয় দিবস উদযাপন নিয়ে ব্যস্ত ছিলাম প্রশাসনিক ভাবে। দশ-পনেরোজন ছেলে কয়েক মিনিটের মিছিলটি বের করেন। তিনি আরো বলেন একটি মামলা করা হয়েছে।তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।