২১/১২/২০২৫ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের মোহাম্মদখানী হতে, বিজিবি ক্যাম্প পর্যন্ত, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুসের একান্ত সচিব জনাব মোঃসাব্বির আহমদের একান্ত প্রচেষ্টায় কোটি কোটি টাকা ব্যয়ে নদী বাঁধের কার্যক্রম চলমান থাকলেও, একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্রীরামপুর কুমারপাড়া হতে মোঃ মাহাবুব মাওলানার বাড়ি পর্যন্ত, প্রাই ৩ একর জায়গায় ১৫ ফিট মত গভীর করে একটি কুচক্রী মহল দীর্ঘ দিন ধরে কেটে নিয়ে যাচ্চে, ভাঙ্গন হুমকির মুখে পড়ছে শ্রীরামপু এলাকাটি। অথচ প্রশাসনের তেমন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। স্থানীয় সুত্রে জানা যায় নভেম্বর ডিসেম্বর ২০২৫ এই দুই মাসে মাটি গুলো কাটা হচ্ছে, স্থানীয় লোকজন জানায় জেভাবে এসব মাটি কাটা হচ্ছে তাতে কোন একসময় বসত গ্রাম গুলোতে ভাঙ্গন ধরতে পারে। আরো জানা যায় ইউএনও, এসিল্যান্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে এই মাটি কাটার বিষয়টি জানানো হয়, সাময়িক বন্ধ হলেও পরে আবার তারা মাটি কাটা শুরু করে। ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন ভুমি কর্মকর্তা জনাব মতিউর রহমানকে জানানো হয়েছে বলে জানা যায়। স্পটে না গিয়ে দুর থেকে ফোন করে নিষেধ করে কিন্তু কে শুনে কার কথা। এই বিষয়ে দৈনিক ডোনেট বাংলাদেশের পক্ষ জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জানান বিষয়টি দেখছি।