কনটেন্ট তৈরিতে যা করতে হবে

প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২৫ | ৬:২৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশে প্রথমবার ক্রিয়েটর ডে উদযাপন করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। এতে কনটেন্ট তৈরির ওপর কর্মশালার লার্নিং সেশনে আগ্রহীরা অংশ নেন। বাংলাদেশে দায়িত্বশীলতার সঙ্গে কনটেন্ট তৈরি ও গল্প তুলে ধরার দক্ষতা বাড়াতে সঠিক তথ্য, প্ল্যাটফর্মের টুলস ও কী ধরনের রিসোর্স রয়েছে, তা অবহিত করা ছিল এর প্রধান লক্ষ্য। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন। ইন্টারঅ্যাকটিভ কর্মশালা ও প্যানেলে কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের পদ্ধতি ও প্ল্যাটফর্মে ইন-অ্যাপ সব ফিচার ব্যবহারের বিষয়ে এসব সেশনে বক্তারা কথা বলেন। বিনোদন, টেলিভিশন, ক্রীড়াঙ্গন ছাড়াও কয়েকটি ক্যাটেগরির ক্রিয়েটর ও প্রকাশকরা তাদের কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা উপস্থাপন করেন। কনটেন্টকে অর্থবহ ও মানসম্মত করার বিষয়ে সরাসরি আলোচনায় অংশ নেন ক্রিয়েটররা। বাংলাদেশের কনটেন্ট কমিউনিটির সৃজনশীলতা আর তাদের প্রতি এই প্ল্যাটফর্মের প্রতিশ্রুতি রয়েছে বলে জানানো হয়। টিকটক সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটিতে প্রতিভাবান ও সৃজনশীল অনেকেই। ক্রিয়েটর দিবসের মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করতে চেয়েছি। ‍এই কমিউনিটিকে সঠিক নির্দেশনা দিতে আমরা বিশেষভাবে কাজ করব। আগ্রহীরা যেন গুণগত কনটেন্ট তৈরি করতে পারেন, প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে এবং নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন, সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এই কমিউনিটি শক্তিশালী করা, কনটেন্ট ইকোসিস্টেম মানোন্নত করা ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের গল্প বহির্বিশ্বে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষামূলক সেশন ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট ক্রিয়েশনের জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। এমন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আগ্রহীকে অনুপ্রাণিত করা অব্যাহত থাকবে, যেন তারা নিজের গল্প গুণগত ও তথ্যভিত্তিক করে বিশ্বের অগণিত দর্শনার্থীর কাছে উপস্থাপন করতে পারেন।