উত্তরের সীমান্ত ঘেষা জেলা নওগাঁর নদী ও বিল বেষ্টিত আত্রাই উপজেলায় মেঘাচ্ছন্ন আকাশ, শীতের হিমেল হাওয়া গুঁড়ি গুঁড়ি ঝড়ে পরা কুয়াশায় কিছুটা বেড়ে যাওয়ায় জেঁকে বসেছে শীত।ঝড়ছে গুঁড়ি গুঁড়ি কুয়াশা।
কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ নেমেছে ১১ডিগ্রির ঘরে।
শীতের শুরুতে এমন তীব্রতা নাজেহাল করছে শ্রমজীবী মানুষদের বাড়িয়েছে চরম ভোগান্তি।
বুধবার ২৪ শে ডিসেম্বর রাতের মধ্যে ভাগ থেকে বাড়তে থাকে হিমেল হাওয়ার গতিবেগ, বাড়তে থাকে ঘন কুয়াশা।
জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা রেকর্ড করছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
গ্রামীণ এই জনপদে সকালবেলা রাস্তা গুলোতে ছিলনা তেমন কোন যানবাহ চলাচল।
ঝড়ে পড়া কুয়াশা আর শীতের তীব্রতায়। সূর্যের দেখা মিলছে বেলা ২ টার পর।
.গুড়ি গুড়ি কুয়াশা মোড়ানো সকাল ছিল স্কুল পড়ুয়া কোমল মতি শিক্ষার্থী সহ প্রান্তিক এই জনপদের খেটে খাওয়া শ্রমিক দিনমজুর দের জন্য বেশ ভোগান্তির ।
প্রকৃতির পরিবর্তনে রাতের শেষে কুয়াশার মধ্যেদিয়ে জেঁকে বসেছে শীত
ষড়ঋতুর দেশ প্রিয় বাংলাদেশে এক-একটি ঋতুর আছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য।