বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আত্রাই উপজেলা বিএনপির নেতা কর্মী রা ইতিহাসের সাক্ষী হতে ঢাকার পথে রওনা দিয়েছেন।
২৩শে ডিসেম্বর মঙ্গলবার থেকেই উপজেলা বিএনপি,যুবদল,ছাত্র দল,সেচছাসেবক,কৃষক ও মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকরা, ট্রেন, বাস ও বিভিন্ন গণপরিবহনে ঢাকার উদ্দেশ্য রওনা হতে শুরু করেছেন বলে জানাগেছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৬ আসনে দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২৫ ডিসেম্বর যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।
দুই দিন আগেই সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং দলের নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট এলাকার উদ্দেশ্য ছুটে চলেছে।
তাদের চোখে এই দিন শুধু একটি প্রত্যাবর্তন নয় এটি গণতন্ত্র, অধিকার ও আগামীর বাংলাদেশের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
২৫ ডিসেম্বর
একটি দিন, একটি বার্তা,
আরেকটি নতুন সূচনা।