মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিতঃ জানুয়ারি ১, ২০২৬ | ১:২০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, আজীবন বিপ্লবী, টংক আন্দোলনের নেতা, মণি সিংহের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখা কার্যালয়ে বুধবার বৃটিশ বিরোধী এই বিপ্লবীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ওয়াজিউর রহমান রাফেল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, সাবেক সভাপতি কমরেড অ্যাড. শাহাদত হোসেন লাকু, কমিউনিস্ট নেতা কমরেড গোলাম রব্বানী মুসা, কমরেড সুপ্রিয়া দেব, আব্দুল্যাহ আদিল নান্নু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু প্রমুখ। এ সময়, বিপ্লবী কমরেড মণি সিংহের আদর্শে গরিব-মেহনতী মানুষের কল্যাণে নিবেদিত থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান জানানো হয়।