পুলিশ পরিচয়ে প্রেম, পাত্রী দেখতে গিয়ে যে পরিণতি হলো যুবকের

প্রকাশিতঃ মার্চ ১২, ২০২৩ | ৮:১৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে সোহেল রানা নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দিবর ইউনিয়নের মহদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রোববার সকালে মেয়ের বাবা আলমগীর হোসাইন বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন। আটক সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। পত্নীতলা থানা সূত্রে জানা যায়, প্রতারক সোহেল রানা কয়েক মাস যাবত মোবাইল ফোনে পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ওই প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় শনিবার বিকালে মেয়েকে দেখতে মেয়ের বাড়িতে আসেন তিনি। এ সময় তিনি পুলিশের পোশাক পরেছিলেন। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তা সন্দেহজনক হলে থানা পুলিশকে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ সময় সোহেল রানার কাছ থেকে পুলিশের পোশাক, আইডি কার্ড ও পুলিশের একটি ব্যাগ উদ্ধার করা হয়। পত্নীতলা থানার ওসি জানান, এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী মেয়েটি বাবা বাদী হয়ে একটি প্রতারণার মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোহেল রানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।