অপ্রতিদ্বন্দ্বী কেয়া পায়েল

প্রকাশিতঃ জানুয়ারি ৩, ২০২৬ | ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বড় পর্দায় যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোট পর্দায় নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে সাত বছর পূর্ণ করেছেন এ অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ নাটক ‘কোটিপতি’ প্রকাশের কয়েক দিনের মধ্যেই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। নাটকটির সাফল্য নিয়ে নিজের অনুভূতি জানিয়ে কেয়া পায়েল বলেন, গল্পটি পড়ার সময় এমন বিশাল সাড়া পাওয়ার বিষয়টি পুরোপুরি আন্দাজ করতে পারেননি। তবে তিনি বিশ্বাস করেছিলেন, নাটকটি দর্শকদের জন্য একটি ইতিবাচক ও সুন্দর বার্তা নিয়ে আসবে—আর সেটিই দর্শক গ্রহণ করেছে ভালোবাসায়। ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কেয়া পায়েল। এরপর গত সাত বছরে নাটকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই দীর্ঘ পথচলা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, সময় কীভাবে এত দ্রুত পেরিয়ে গেছে, তা নিজেও টের পাননি। প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করেছেন এবং প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি। দর্শকদের ভালোবাসাকেই নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন কেয়া পায়েল। তার মতে, একজন প্রকৃত শিল্পী হতে হলে বারবার নিজেকে ভাঙতে জানতে হয়। শেখার কোনো শেষ নেই আর মৃত্যুর আগপর্যন্ত কাজের মধ্য দিয়েই শেখার ইচ্ছা তার। বর্তমানে কাজের চাপ বেশ বেড়েছে এ অভিনেত্রীর। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এটা আমাদের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি হাতে রয়েছে একাধিক বিজ্ঞাপন ও একক নাটকের কাজ। আসন্ন ভালোবাসা দিবস এবং দুই ঈদ কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলেও জানান তিনি।