পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার মা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের আসামের শিলচরে। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানায়, পারিবারিক জমি নিয়ে ঝামেলা চলছিল ওই পরিবারে। মাঝেমধ্যেই ঝগড়া হতো পরিবারের সদস্যদের মধ্যে। শনিবার তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর শুরু হয় মারামারি। পরিবারের এক সদস্য ছুরি নিয়ে আক্রমণ করে এক নারীর ওপর। ওই সময় শিশুটি ভয়ে মাকে জড়িয়ে ধরতে গেলে তার শরীরে চুরি লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এরপরও শিশুটির মাকে মারধর করা হয়। কাছার জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এক খণ্ড জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেছে এক শিশুর। অভিযুক্তরা শিশুটির মাকে আঘাত করতে যায়। ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছে ওই নারীর হাত। ওই সময় শিশুটি ছিল তার মায়ের পেছনে। ভয় পেয়ে সে মাকে জড়িয়ে ধরেছিল। হামলাকারীরা তাকেও টেনে ছুরি দিয়ে আঘাত করে।